রাঙামাটির নানিয়ারচরে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সহায়তাপূর্ণ অংশগ্রহণে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও আগামী ১২তারিখ নানিয়ারচর সেতু উদ্বোধনে সকলকে সহায়তা করতে বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দিতে রাঙামাটি জেলা শহরে নিতে হচ্ছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা হয়রানীর স্বীকার হচ্ছে। তাই সম্ভব হলে নানিয়ারচর উপজেলা সদরে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এসময় নানিয়ারচর সেতু উদ্বোধন উপলক্ষে বুধবারের সাপ্তাহিক হাট আগামী ১২তারিখ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত