• বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্টিত

রিপন সরকার নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: / ২৪০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি ২০২২ইং ) সকাল ১১টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি হল রুপে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্রগ্রাম রেঞ্জ ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মো:শাহবুদ্দিন বিএএমএস,পিএএমএস।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন।
খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো:জিয়া উর রহমান।

খাগড়াছড়ি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারি জেলা কমান্ড্যান্ট মো:আনোয়ার হোসেন,র সঞ্চালনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।সমাবেশে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো:মনিরুজ্জামান পিপিএম সেবা,দিঘীনালা ২১আনসার ব্যাটালিয়নের পরিচালক মো:ফেরদৌস আহম্মদ,গুইমারা ২২আনসার ব্যাটালিয়নের পরিচালক এসএম মুজিবুল হক পাভেল,

সমাবেশে বক্তারা বলেন দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়ায় লেগেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সদস্যদের অবস্থান থেকে অবদান রাখার পরামর্শ দেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্রগ্রাম রেঞ্জ ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মো:শাহবুদ্দিন বিএএমএস,পিএএমএস, প্রধান অতিথির বক্তব্যে বলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সু-শৃঙ্খল বাহিনী দেশের গুরুত্বপূর্ন কাজে সব সময় আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছে এছাড়াও দেশের বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে নিজ নিজ কর্ম ক্ষেত্রে সুদৃশ্য অবদানের জন্য পুরস্কার হিসেবে আনসার ও ভিডিপির কিছু সদস্যকে বাইসাইকেল, ছাতা, সেলাই মেশিন, হাতে তুলেদেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্রগ্রাম রেঞ্জ ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক মো:শাহবুদ্দিন বিএ এমএস, পিএএমএস, ও খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক,ইউনিয়ন দলনেতা, ইউনিয়ন দলনেএী গণ উপস্হিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ