কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৪০ লিটার চোলাই মদ সহ দুই নারী মাদক পাচারকারী আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের ডাবন্যাছড়া পাড়ার সুক্রইচিং মারমা এবং একই উপজেলাধীন ফটিকছড়ি ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের ডাবুয়া হেডম্যান পাড়ার বাসিন্দা মিসাইনু মারমা।
গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শুক্রবার সন্ধ্যায় ৬ টায় ৪০ মিনিটে উপজেলা সদর বড়ইছড়ি বাস স্টেশন হতে তাদেরকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করেন।
ওসি মোঃ জসিম উদ্দিন জানান, আটককৃতরা ঘাগড়া- বড়ইছড়ি সড়ক হয়ে দুইটি ব্যাগে করে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ চট্টগ্রাম শহরে পাচারের উদ্যোশে বড়ইছড়ি বাস স্টেশনে অপেক্ষা করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কাপ্তাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
পুলিশ জানান, শনিবার তাদেরকে সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত