রাঙামাটির নানিয়ারচরে পাচারকালে অবৈধ চোরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ। ভোর সকালে সেনাবাহিনীর একটি চৌকশ দল নৌপথে অভিযান চালিয়ে এসব গোলকাঠ জব্দ করে। তবে এসব গোল কাঠের মালিক কে পাওয়া যায়নি।
শনিবার বিকালে বুড়িঘাট সেনা ক্যাম্পে নানিয়ারচর জোন প্রতিনিধি ১২২.৩০ বর্গফুট সেগুন, কাঠাল, কনক সহ বেশ কয়েক জাতের কাঠ বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা চন্দন মজুমদার কে বুঝিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা চন্দন বলেন, সেনাবাহিনী কর্তৃক ধৃত ১২২.৩০ ঘনফুট কাঠ আমরা বুঝে নিয়েছি। এবিষয়ে একটি ইউডিআর মামলা প্রক্রিয়াধীন আছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য জানতে চাইলে এই মুহুর্তে জানানো সম্ভব নয় বলে জানান তিনি। তবে স্থানীয় ভাবে জানা যায়, জব্দকৃত এসব কাঠের আনুমানিক মূল্য প্রায় একলক্ষ ২০হাজার টাকা।
এসময় বন বিভাগের ফরেষ্ট গার্ড রেজাউল করিম, অফিস সহকারী আব্দুল কুদ্দুস ও সংশ্লিষ্ট সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, বুড়িঘাট হয়ে রাতের আধারে রাঙামাটি শহরে এসব গোল কাঠ পাচার হয়। এবিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত