ফরিদপুরে পাসপোর্ট অফিসের পাঁচ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৭ জানুয়ারী (শুক্রবার) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার ৬ জানুয়ারি দুপুরে ফরিদপুর পাসপোর্ট অফিসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫ দালালকে আটক করা হয়। এসময় পাসপোর্ট লেনদেন সংক্রান্ত পাঁচটি হিসাবের খাতা, ডায়েরি, পাসপোর্টের টাকা জমা দেওয়ার চালান রশিদ, দুটি মনিটর, দুইটি হার্ডডিক্স এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, শহরের কমলাপুর তেতুলতলা এলাকার নাদিম হাসান (৩৫), পূর্ব আলীপুর এলাকার মো. তরিকুল ওরফে নাঈম (৪৫), দক্ষিণ আলীপুর এলাকার রাবি মোল্লা (২৮), চাঁনমারী ঈদগাহ এলাকার আল-আমিন শেখ (২৭) ও কুটিবাড়ী কমলাপুর এলাকার মোজাম্মেল হোসেন শিমুল (২৫)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত