গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করে।
রোববার (২ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড
এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সড়ক অবরোধ করে কয়েক শতাধিক শিক্ষার্থী।
ওই কর্মসূচিতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক আইডিয়াল, শাহজাহান আলী স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ি ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিমাসেই এখানে ঘটছে দুর্ঘটনা।
মহাসড়কের দু'পাশেই রয়েছে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা স্কুলে যায়। শিক্ষার্থীরা মহাসড়ক পার হতে গিয়ে মাঝেমধ্যে শিকার হয় দুর্ঘটনায়।
আমরা ফুটওভার ব্রীজের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী বরাবর বেশ কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, ফুটওভার ব্রীজের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় মানববন্ধন করে। পরে মহাসড়কে অবস্থান নিলে হাইওয়ে পুলিশ, প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয়া শিক্ষার্থীরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত