মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে, ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী এডিএম নজরুল ইসলামের সভাপতিত্বে মহেশখালী উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ভার্প্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিস্কুট বিতরণ প্রকল্পের সুবিধাভোগী মহেশখালী উপজেলার সরকারী ৭০টি, কমিউনিটি স্কুল ৫টি, মাদ্রাসা ৩টি’সহ মোট ৭৮ স্কুলের ৩৭৯৯৭ জন শিক্ষার্থীদের মাঝে বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উচ্চ এনার্জির বিস্কুট বিতরণ শুরু করেন ।
কর্মসূচী উদ্বোধন সভায়.. স্কুল ফিডিং প্রকল্পের মহেশখালী উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দে, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, রিকের উপজেলা সমন্বয়কারী কামাল উদ্দীন, পৌর কাউন্সিলর আজিজ মিয়া, পৌর কাউন্সিলর সোলতানা বিলকিস, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ৷
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন...মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও এসএমসি সভাপতি মুকবুল আজমদ, পশ্চিম ফকিরাঘোনা প্রধান শিক্ষক মোঃ শাহাজান, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন চক্রবর্তী, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত