ভোলার চরফ্যাশন উপজেলায় মহিষ চুরির হিড়িক পড়েছে। মাত্র ৫ দিনের ব্যবধানে ৯ টি মহিষ নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। যার আনুমানিক দাম নয় লাখ টাকা।
সরেজমিননে ঘুরে জানা গেছে, ২৯ ডিসেম্বর বুধবার হাজারীগন্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মুসলিম তার পালিত মহিষ মাইনুদ্দিন মৎস্য ঘাট বরফ মিল সংলগ্ন মেঘনার তীরবর্তী চরের খামারে মহিষ দীর্ঘদিনের মত রেখে আসছেন। কিন্তু বৃহস্পতিবার ভোরে খামারে গিয়ে দেখেন খামারের ৪ টি মহিষ নেই। খোঁজা খোঁজি করেও পাননি। ধারনা করা হচ্ছে বুধবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা ট্রলার যোগে এসে মহিষ নিয়ে পালিয়ে যায়।
মহিষ মালিক মোঃ মুসলিম সাংবাদিককে জানান, আমি ১৭ বছর ধরে ওই স্হানে মহিষ খামারে রেখে পালন করে আসছি। কোন দিন মহিষ হারিয়ে কিংবা চুরি হয়নি। এবার চোরেরা আমার স্বপ্ন শেষ করে দিল। আমি মহিষ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মহিষ মালিকেরা বিষয়টি হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম হাওলাদারকে জানিয়েছেন।
সরেজমিনে গেলে অন্য খামারী মাকসুদ ও কাজল জানান, ২৪ ডিসেম্বর রাতে ওইস্হানের কাছ থেকে তাদের ৫ টি মহিষ নিয়ে গেছে চোরেরা। যার দাম প্রায় ৫ লাখ টাকা হবে। ভুক্তভোগী মহিষ মালিকেরা বলেন, যদি কোন সহৃদয়বান ব্যক্তি মহিষের সন্ধান দিলে উপযুক্ত সন্মানী প্রদান করা হবে। মহিষের সন্ধান পেলে এই নাম্বারে ফোন করতে পারেন। মোঃ মুসলিম 01753878688 ও মােঃ মাকসুদ, 01742899406 . ভুক্তভোগী মহিষ মালিকেরা মহিষ ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।