খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সংরক্ষিত আসন ৪.৫.৬নং ওয়ার্ড়ে কলম প্রতিক নিয়ে জয় লাভ করেছেন নবনির্বাচিত মহিলা মেম্বার মিসেস আয়শানুর মুক্তা।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস।ঘোষিত ফলাফল অনুযাই রামগড় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলম প্রতিকে আয়শানুর মুক্তা ভোট পেয়েছেন ১৫৫১ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন ২ জন। তাদের মধ্যে বিবি মরিয়ম বই প্রতিক নিয়ে পেয়েছেন ৭৯৪ ভোট,আরেক প্রতিদন্ধী রহিমা বেগম বক প্রতিকে তিনি ভোট পেয়েছেন ৪৬৬ভোট। কলম প্রতিকে ৭৫৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মিসেস আয়শানুর মুক্তা।
জয়ী হওয়ার পর মিসেস আয়শানুর মুক্তা গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান আমার শশুর জনাব রূহুল আমিন(কালা-মিয়া মেম্বার) সব সময় জনগণের পাশে ছিলেন। তারই সুযোগ্য পুত্রবধু হওয়ায় রামগড় ইউনিয়ন বাসী আমার এবং শশুরের সম্মান রেখেছেন এবং তারা আমাকে কলম প্রতিকে বিপুল ভোটে জয়ী করেছেন,ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না,আমি রামগড় ১নং ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের পাশে থেকেই এ ভালোবাসার বিনিময় দেবো ইনশাআল্লাহ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত