মহামারী করোনাভাইরাস থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে রামগড় উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রামগড় পৌরসভার কনফারেন্স কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো.রফিকুল আলম কামাল, ৪নং ওর্য়াড কাউন্সিলর মো.আহসান উল্যাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া।
এ সময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থী সহ তাঁদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মী,যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
টিকা নিয়ে এক শিক্ষার্থী বলেন, টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সহপাঠীরা টিকা নিচ্ছে।
এসময় অভিভাবকরা বলেন, দেশে করোনার আক্রমণ কিছুটা কমে এলে সীমিত পরিসরে পাঠদান শুরু হয়েছে। আমরাও তাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে ছিলাম। এখন তাঁদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আমরা অনেকটাই আতঙ্ক মুক্ত থাকতে পারব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, উপজেলার স্কুল,কলেজ, মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পর্যাক্রমে উপজেলার সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথমে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩,২৮৮ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত