নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির রামগড়ের যৌখ খামার এলাকা থেকে অস্ত্রের মুখে অপহৃত একটি বেসরকারি কোম্পানির বিপনন কর্মকর্তা মঞ্জুরুল আলম(৩৫) ও কর্মচরীর রাজু মিয়া ২ দিনেও উদ্ধার হয়নি। ঘটনার পর থেকে অপহিৃতদের পরিবারের সদস্যরা রয়েছে আতংকে । গত রবিবার(২৩ আগষ্ট) দুপুর ১টার দিকে ফেনী থেকে খাগড়াছড়ি আসার পথে উপজাতীয় সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় । ঘটনার পরপরই অপহৃতদের উদ্ধারে নামে যৌখ বাহিনী। তবে অপহরনের ২দিনেও তাদের উদ্ধার করা সম্বভ হয়নি তাদের।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জান জানান, ফেনী থেকে প্লাস্টিক মালামাল নিয়ে একটি পিকআপ(ফেনী ন-১-১১৪১) রামগড়ের যৌথ খাবার এলাকায় পৌছলে ৩/৪জনের একদল দূর্বৃত্ত তাদের গাড়ীতে থাকা মার্কেটিং কর্মকর্তা মঞ্জুরুল আলম(৩৫) ও কর্মচরী রাজু মিয়া (২৭) কে ধরে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা গাড়ীটির চাবিও নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, চাঁদার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্যরা পিলাক ঘাট এলাকার পোস্ট কমান্ডারের নেতৃত্বে এ অপহরণের ঘটনা ঘটায়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত