মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম।
মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাদ্দাম হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান িভিআনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমজাদ হোসেন, তবলছড়ি ফাঁড়ী থানার ইনচার্জ মনির হোসেন , বর্ণাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ২ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমরান হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন লিটন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেলসহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিট কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মাটিরাঙ্গায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধসহ সকল প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় বক্তারা বলেন, ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য অপরাধ প্রতিরোধ করা। এরই মধ্যে মাটিরাঙ্গা থানা পুলিশ বিভিন্নভাবে খুন, গুম,ধর্ষণ, মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সফলতার সাথে সক্ষম হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত