মহান বিজয় দিবস ২০২১ ইং উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে গৌরব ও ঐতিহ্যের বিজয়ের ৫০ বছর পুর্তি,দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে রামগড় বিজয় ভাস্কর্যে চত্বরে পষ্ণাশবার বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়,পরে ভোর সাড়ে ৬টায় রামগড় লেকস্থ বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়,রাষ্ট্রের পক্ষে প্রথমে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)উম্মে হাবীবা মজুমদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন রামগড় উপজেলা প্রশাসন,তারপর উপজেলা পরিষদ,রামগড় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,রামগড় পৌরসভা,উপজেলা বিএনপি, রামগড় প্রেসক্লাব,রামগড় উপজেলা প্রেস ক্লাব সহ সরকারি দপ্তর ও বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে, পুষ্পস্তবক অর্পণ শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮.৩০মিনিটে পুলিশ -আনসার-ভিডিপি-রোভার-স্কাউটস -গার্লস-গাইড শিশু কিশোর - শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ,ও ডিসপ্লে ও শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সকাল ১১.৩০মিনিটে রামগড় পৌরসভা বনাম উপজেলা প্রশাসন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়ানুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে বেলা ১২.৩০ মিনিটে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা আয়োজন করা হয়,রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)উম্মে হাবীবা মজুমদার এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রাশেদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাযেমী,তথ্য অফিসার বেলায়েত হোসেন,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন,এলজিডি কর্মকর্তা মোহাম্মদ নাইমুল ইসলাম,প্রমুখ।
এছাড়াও সরকারি -বেসরকারি, দপ্তরে পদস্থ কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এর পর বিকাল ৪ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রীর শপদবাক্য পাঠ এ সর্বস্তর এর মানুষের অংশগ্রহণ। সন্ধা ৬ ঘটিকায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিবসটি উপলক্ষে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত