খাগড়াছড়ির জেলার মহালছড়িতে আজ ১৬ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে যথাযোগ্য মর্যাদায় ৫০তম সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন করেছে।
আজ সকাল ৮.০০ টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের যুবলীগ সভাপতি দীপন ধর সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, সেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন আচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, কৃষক লীগের সভাপতি আশুতোষ বিশ্বাস, ছাত্রলীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ রোকন মিয়া, মনিশংকর চৌধুরী, মোঃ ফরিদুল আলম, সাধারণ সম্পাদক রনজিত দাশ, সরকারি কলেজ সভাপতি মোঃ হামিদুল ইসলামসহ সকল ওয়ার্ডের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
আজ আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় অফিসে বিকাল ৪.৩০ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্নীতিমুক্ত স্বদেশ গড়ার শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করান।
আজ প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় ৫০তম সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে মহালছড়ি উপজেলা প্রশাসন ও সকল দাপ্তরিক অফিস ও সকল রাজনৈতিক কার্যালয় আলোকসজ্জায় সাজানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত