বেনাপোল ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে সমগ্র শার্শা উপজেলায় বেনাপোলে উদযাপিত হচ্ছে ৫০তম মহান বিজয় দিবস।বেনাপোল পৌরসভার কাগজপুকুর বিজয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন যশোর- ৮৫/১, আসনের সংসদ সদস্য মোঃ আফিল উদ্দীন (এম,পি) এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বাস্তহারা লীগ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে সকাল ৮টার সময় শার্শার কাশীপুরস্থ শহীদ বীরশ্রেষ্ট্র নুর মোহাম্মাদ এর কবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-যশোর ৮৫/১ আসনের সংসদ সদস্য মোঃ আফিল উদ্দীন (এমপি)
এরপর সকাল ১১টার সময় শার্শা শেখ রাসেল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ আফিল উদ্দিন এমপি। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন শেখ আফিল উদ্দিন এমপি।
বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আসছে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। যা ভাবতেই অবাক লাগে। একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পাই ৭১ পূর্ববর্তী সময়ে আমরা ছিলাম পরাধীন জাতি। যে জাতির নিজস্ব চিন্তাভাবনার কোন মূল্য ছিলনা। সুন্দরভাবে মায়ের ভাষায় কথা বলব! তাও হরণ করা হতো। ছিনিমিনি খেলা হতো আমাদের জীবন নিয়ে। কি নরক যন্ত্রণাই না আমরা অতিবাহিত করেছি। আজ আমরা স্বাধীন জাতি। মনের মতো করে কথা বলছি আর নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করছি। যা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টা আর দুঃসাহসের কারণে। তাই, সকল সময় বলব, মাথা উঁচু করে বলব: বঙ্গবন্ধু মানেই লাল সবুজের বাংলাদেশ।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বরের কুঁচকাওয়াজ অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, ৭১-এ দেশের যেসকল অকূতোভয় বীর বাঙালীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নিজেদের জীবন বাজি রেখে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, আমাদেরকে এনে দিয়েছিলেন লাল সবুজের পতাকা। আমরা তাঁদেরকে শত-শ্রদ্ধার সাথে স্মরণ করবো। এ বিজয় আমাদের গর্বের বিজয়। তাই, শত ব্যস্ততার মাঝে হলেও আমাদেরকে ১৬ ডিসেম্বরের বিজয়কে জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। নতুন প্রজন্মরা যাতে বঙ্গবন্ধু এবং ১৬ ডিসেম্বর সম্পর্কে জানতে পারে তার জন্য শার্শায় ব্যাপক ভাবে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা মাঠ প্রাঙ্গনে শার্শা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি৷
উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মন্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) মামুন খান, শার্শা থানার অফিসার ইনচার্য(ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল৷ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজজামান অহিদ ও, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বেনাপোল পৌর কাউন্সিলর মোঃ আহাদুজ্জামান বকুল,পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী, ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন জোয়ার্দার, সেক্রেটারী মোঃ তহিদুজ্জামান তৌহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত