গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীল সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আজ (বুধবার) শপথ গ্রহণ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশণার কেএম মাসুদুজ্জামান, কালিয়াকৈর পৌরসভা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে মেয়র-কাউন্সিলরদের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। শপথ গ্রহন পরবর্তি প্রতিক্রিয়ায় মেয়র মজিবুর রহমান উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাকতে গিয়ে বলেন, সামনে অনেক কাজ রয়েছে। পরিকল্পনা অনুসারে পানি সরবরাহ, ষ্টেডিয়াম, খেলার মাঠ, রাস্তা-ঘাট, কবরস্থান নির্মানসহ নানারকম উন্নয়ন কাজ করা হবে। তিনি এসব কাজে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।
গত ২৮ নভেম্বর ইভিএমএর মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান মেয়র মজিবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মাসুম আলী, আব্দুল কদ্দুস খান, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, আবুল কাশেম,খাত্তাব মোল্লা, সারোয়ার হোসেন আকুল,আহাদ আলী মুন্সী, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শাহানাজ পারভীন,মমতাজ বেগম,নাজমা বেগম নির্বাচিত হন। মেয়র মজিবুর রহমান এর আগে ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনেও বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত