শহীদ বুদ্ধিজীবী দিবস, স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের ন্যায় মহেশখালী উপজেলায় ১৪ ই ডিসেম্বর মঙ্গলবার,সকালে আদিনাথ মন্দিরের পাশের বধ্য ভূমিতে বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা এবং সাধারণ মানুষ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।
বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন ও জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসন আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন... কক্সবাজার -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, এসময় সভায় আরো বক্তব্য রাখেন, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মোঃ আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলাম মাসুদ কুতুবী, মুক্তিযুদ্ধা সালেহ আহমেদ, মুক্তিযুদ্ধা ফিরোজ খান, ডাঃ সলিমুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাষ্টার রুহল আমিন, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহেছানুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মর্কতা তাপস দত্ত, উপজেলার কৃষি অফিসার মো:মমিনুল ইসলাম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম, ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ’সহ সাংবাদিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে ছিল- আদিনাথ মন্দিরের পাশের বধ্য ভূমিতে বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় আলোচনায় অংশ নেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আজিজুর রহমান বিএ এছাড়া ও উপজেলা আওয়মীলীগের শীর্ষক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন..আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত