রাঙামাটির নানিয়ারচরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, ওসি সুজন হালদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভুঁইয়া, উপজেলা মডেল রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর সারওয়ার কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি সামরিক জান্তারা শিক্ষক, আইনজীবী, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর ১হাজার ১১১জন বুদ্ধিজীবী হত্যা করেছে। পাকিস্তানিরা পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালি জাতিকে ধংস করতে এই হত্যাকান্ড চালিয়েছে। বক্তারা এসময় শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে স্মৃতিচারণ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত