বৈষম্য ঘুচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌরতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ চত্বরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
দৌলতদিয়া বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর উদ্যোগ ও আলো (এ্যবিলিটি টু লিড ওয়ানসেলফ) পোগ্রাম এর আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি নির্বাহী পরিচালক মর্জিনা বেগম এর সভাপতিত্বে ও
আলো পোগ্রামের ফিল্ড ফ্যাসিলেটর উর্মি আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই ষ্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউপি সদস্য চম্পা বেগম, মুক্তি মহিলা সমিতির (এমএমএস) প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জ, আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর মো.নুরুজ্জামান, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, চাইল্ড ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন বেপারী সহ প্রমূখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সকলকে ঘুরে দাঁড়াতে হবে। অর্থনৈতিক দুর্বলতার কারণে পারিবারিক সহিংসতা বাড়ছে। স্বাস্থ্যখাতে চরম অব্যবস্থা বিরাজমান। কোভিড মহামারি আমাদের উন্নয়ন ধারাকে বাধাগ্রস্থ করছে। সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা হোক এই সময়ে আমাদের সকলের প্রত্যয়। সমাবেশে বক্তারা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত