রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি নারী নেত্রী লিলি বেগমের (৩৮)।
তাকে দ্রুত উদ্ধারের দাবিতে ১১ ডিসেম্বর
শনিবার সকাল ১০ টায় উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি সংলগ্ন রেল সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
যৌনকর্মী ও তাদের শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এ মানববন্ধনের আয়োজন করে।
লিলি এ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ।
গত ১০ নভেম্বর দৌলতদিয়া ঘাট এলাকা হতে তিনি নিখোঁজ হন। তার এ নিখোঁজের ঘটনায় লিলির স্বজন,এমএমএস কতৃপক্ষ ও পল্লীর সাধারণ যৌনকর্মীরা গভীর উদ্বেগ -উৎকন্ঠার মধ্যে রয়েছেন।
মুক্তি মহিলা সমিতি সূত্রে জানা গেছে, লিলি বেগমকে উদ্ধারের জন্য সহযোগিতা চেয়ে সমিতির পক্ষ হতে গত ১২ নভেম্বর রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্হানীয় প্রশাসনের নিকট সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। এর আগেরদিন ১১ নভেম্বর লিলি বেগমের পরিবারের পক্ষ হতে তার বোনের ছেলে শাফি ইসলাম এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক ফকীর আমজাদ হোসেন, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুন্জু , দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, পায়াকট বাংলাদেশ'র ম্যানেজার মজিবর রহমান জুয়েল, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।
এ প্রসঙ্গে মর্জিনা বেগম বলেন, লিলি বেগম ১ মাসের বেশি সময় ধরে নিখোঁজ হয়েছেন। তিনি বেঁচে আছেন, নাকি মরে গেছেন তাও জানি না। তাকে উদ্ধারে প্রশাসনের পক্ষ হতে আমরা এখনো তেমন কোনো পদক্ষেপও দেখতে পাচ্ছি না। এতে করে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা লিলির দ্রুত উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত