প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২১, ৪:৪২ পি.এম
মহেশখালীতে পুলিশের অভিযানে দালাল‘সহ ৫রোহিঙ্গা নারী আটক
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে উত্তরকুল দক্ষিণপাড়া এলাকার মকছুদ মিয়ার বাড়ী থেকে শুক্রবার ১১ ডিসেম্বার রাত ২টায় দিকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশেখালী থানার উপপরিদর্শক মনিষ সরকার এর নেতৃত্বে পুলিশ টিম, উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ৫জন রোহিঙ্গা নারী’সহ মকছুদ’কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য,স্থানীয়রা জানিয়েছেন কতিপয় সিন্ডিকেট সদস্য আবুল কাসেম ক্যাম্প থেকে রোহিঙ্গা তরুণীদের লোভ দেখিয়ে নিয়ে আসে এবং মোচ্ছোর বাড়ীতে পাচারের জন্য এনে জমা রাখে। পরে ওখান থেকে রোহিঙ্গা নারীদের বিভিন্ন জায়গায় পাচার করে বলে জানাগেছে।
এব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। রোহিঙ্গা নারী গুলোকে উখিয়া ক্যাম্পে পাঠানে হবে। এছাড়া ওই সিন্ডিকেটে বিরুদ্ধে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত