নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলায় নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় তিনজন নারী জয়িতাকে সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহেশখালী প্রেসক্লব’র সভাপতি আবুল বশর পারভেজ এর সঞ্চালনায় মহেশখালী জয়ীতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক সফলতায় বাংলার নারী ক্যাটাগরীতে ৪ জন সফল নারীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন...মহেশখালী উপজেলা নির্বাহী কর্মর্কতা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম।
এ সময় সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য জয়ীতা নির্বাচিত সম্মাননা গ্রহণ করেন...মহেশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাতারবাড়ীর এম ইউপি রেহেনা বেগম কে জয়ীতা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিক্ষকা ও চাকরী নিয়ে সফলতায় বিশেষ অবদানের জন্য কুতুবজোমের সোনা দিয়া দ্বীপের এক সফল নারী আফিয়া আক্তার আকতার কে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়। পরিবারের সফল জননী ক্যাটাগরীতে ছেলে মেয়েদের উচ্চ কর্মস্থানে প্রতিষ্ঠিত করায় মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনুরানী দে কে জয়ীতা সম্মাননা ক্রেস্ট প্রদান করে। মহেশখালী জয়ীতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক সফলতায় বাংলার নারী ক্যাটাগরীতে ৪ জন সফল নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
অনুষ্টানে বক্তব্য রাখেন..বীর মুক্তিযোদ্ধা ডা.ফিরুজ খান, কালারমারছড়া ইউনিয়ন চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, ধলঘাটা ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম, ছোট মহেশখালী ইউনিয়ন চেয়ারম্যান জিহাদ বিন আলী, মাতারবাড়ীর চেয়ারম্যান এসএম আবু হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, জীয়তা নারী মিনুয়ারা বেগম,মিনা রানী দে,রেহেনা বেগম,আপিয়া আকতার।পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রমোটর কুতুব উদ্দীন। এসময় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত