পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ৫জানুয়ারি খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ চেয়ারম্যান ও সংরক্ষিত আসনসহ ১৯৯ জন সাধারন সদস্য উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ২০ জন সাধারন সদস্য পদে ১৫৬ জন এবং সংরক্ষিত আসনে ৪৩ জন প্রার্থী রয়েছে।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর ২০২১ইং ) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার এসএম মহিউদ্দীন'র কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জ্ঞান দত্ত এিপুরা এর আগে একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান আম্যে মারমা।
একই দিনে ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উল্লাস এিপুরা, ২নং কমলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাউপ্রু মারমা,৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদ নির্বিচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রার্থী তপন বিকাশ এিপুরা,৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান পরিমল এিপুরা মনোনয় পত্র দাখিল করেন।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিব এিপুরা, সাধারন সম্পাদক বিশ্বজিত রায়, খাগড়াছড়ি সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো:আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো:মেহেদী হাসান হেলালসহ দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ৩ নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞান রঞ্জন এিপুরা,বর্তমান চেয়ারম্যান সহ,তার ছোট্র ভাই বিশ্বময় রঞ্জন এিপুরা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আম্যে মারমা দলের বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর। আপিল ১৩-১৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান, পঞ্চম ধাপে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউপিতে আগামী ৫ জানুয়ারী অনুষ্টিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ উৎসবমূখর পরিবেশে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৫ইউপিতে মোট ভোটার ৪৯,২৫৫ জন পুরুষ -২৪৬৩৭জন মহিলা ২৪৬১৮জন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত