আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির নানিয়ারচরে ৯জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ভূপতি রঞ্জন চাকমা ৪ইউনিয়নে সংরক্ষিত ও সাধারণ আসনের মোট ৯জন প্রার্থীকে বিজয়ী ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেনঃ
সাবেক্ষ্যং ইউনিয়ন: উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউনিয়নে সংরক্ষিত ২নং আসনের রুমি চাকমা, ৫নং সাধারণ আসনে ইউপি সদস্য অতুল বিকাশ দেওয়ান, ৬নং ওয়ার্ডে প্রীতি রঞ্জন চাকমা ও ৯নং ওয়ার্ডে রিপন চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
বুড়িঘাট ইউনিয়ন: উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে পুরু রঞ্জন চাকমা ও ৯নং ইউপি সদস্য হিসেবে রঞ্জন বিকাশ চাকমা নির্বাচিত হয়েছেন।
ঘিলাছড়ি ইউনিয়ন: এদিকে নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ১নং আসনে মধু মিতা চাকমা, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে আলোময় চাকমা এবং ৮নং ওয়ার্ডে অনল বিজয় চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপে নানিয়ারচর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত