মাগুরা যশোর সড়ক যেন সাক্ষাৎ একটি মৃত্যুকূপ, সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । তুলনামূলক সরু এই রাস্তাটি ঢাকা-খুলনা ও ঢাকা বেনাপোল রোডের একমাত্র প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। বেপরোয়া গতি ও মাত্রাতিরিক্ত চাপ ছাড়াও রাস্তার উন্নয়ন মুলক কাজ ৫ বছর ধরে বন্ধ থাকা দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন।প্রতিদিন এ সড়কে ঘটছে দুর্ঘটনা ঝরছে অসংখ্য প্রান , মূলত এই সড়কে চলাচলকারী ছাত্র-ছাত্রী, মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য চলাচলকারী মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । সমীক্ষায় দেখা যায় গত ১বছরে শুধু যশোর মাগুরা রোডে নিহত হয়েছেন ১০২ জন এবং ২৭৭ জন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন । ব্যাপারটা এমন যেন দেখার কেউ নেই এবং কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারি দপ্তর যারা সংশ্লিষ্ট কাজে নিযুক্ত তারা দায়সারা কোন রকমের দায়িত্ব পালন করছেন বলে জনগণের ধারণা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত