আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ তাহাসিন মনজুল, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
যুব রেড ক্রিসেন্টের সদস্য রফিকুল ইসলাম ও ফাতেমা আক্তার এর সঞ্চালনায় আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ব মানবতার কল্যানে স্বেচ্ছাসেবকের সদস্যরা স্বেচ্ছায় যে শ্রম দিয়ে আসছেন তা বিশ্বে অনুকরণীয়। করোনাকালীন সময়ে রেড ক্রিসেন্টের সদস্যরা টিকা প্রদান, সরকারি সহায়তা প্রদান সহ আত্ম মানবতার সেবায় যে ভূমিকা রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত