রামগড় প্রতিনিধি:
জেলার রামগড় উপজেলাস্থ যৌথ খামার এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসী কর্তৃক রাস্তায় গাড়ি থামিয়ে একটি কোম্পানীর মার্কেটিং ম্যানেজার ও মিস্ত্রিসহ দুই জনকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
রবিবার( ২৩ আগষ্ট) দুপুর ১টার দিকে অপহরণের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী হতে খাগড়াছড়িগামী জুয়েল ট্রেডার্স এর প্লাষ্টিকের মালামাল নিয়ে (ফেনী-ন১১-১৪১) একটি পিকাপ গাড়ী রামগড়ের যৌথখামার নামক স্থানে পৌঁছলে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (মুল) দলের ৬/৭ জনের একটি সশস্ত্র দল গাড়ীতে থাকা মার্কেটিং ম্যানেজার মো: মনজুরুল আলম (৩৫) ও ইলেকট্রিকস মিস্ত্রি রাজু মিয়া (২৭) কে অপহরণ করে বৌদ্ধ পাড়ার দিকে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা গাড়িটির চাবিও নিয়ে যায়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি যায়। ঘটনার বিবরণ মতে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছেন। পিকাপ গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত