প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২১, ১:২৬ পি.এম
পার্বত্য শান্তিচুক্তি দিবসে পলাশপুর জোনের নানান কর্মসূচী
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষ্যে ০২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৪তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পলাশপুর জোন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। সকালে জোন সদরে স্থানীয় পাহাড়ী বাঙ্গালী জনসাধারণের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন।
এ সময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মোঃ গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, নায়েব সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ ওয়াহেদুজ্জামান সহ জোনের অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজিবি সদস্যগণকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে জোন সদরের ব্যবস্থাপনায় চিত্তবিনোদন কক্ষে বড় পর্দার মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত