সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ" স্লোগানকে সামনে রেখে ১ ডিসেম্বর বুধবার দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন ‘গনস্বাস্থ্য কেন্দ্র’ ও ‘পায়াক্ট বাংলাদেশ’ নামের দুটি সংগঠন যৌথভাবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। বিকালে ৩ টায় এ উপলক্ষে সচেতনতা বাড়াতে পায়াক্ট বাংলাদেশের কার্যালয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, অবস্থান র্যালি, যৌনকর্মীদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কয়েকশ যৌনকর্মী ও তাদের শিশুরা কর্মসূচিতে অংশ নেন।
পায়াক্ট এর দৌলতদিয়া কার্যালয়ের ব্যাবস্হাপক মজিবর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়ার ইনচার্জ জুলফিকার আলী গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক শামীম, স্বাস্থ্যকর্মী মোশারফ হোসেন, হাফিজ সুলতানা, পায়াক্ট বাংলাদেশ এর সুপার ভাইজার শেখ রাজীব, প্রমূখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত