প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ১১:১৭ এ.এম
দুর্ঘটনায় আহত মহেশখালী থানার পুলিশ কনস্টেবল সুমনের মৃত্যু
কক্সবাজারের মহেশখালী থানার আলোচিত হত্যা মামলার আসামী গ্রেপ্তার করতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় সড়কে ৬ পুরিশ সদস্য দুর্ঘটনার শিকার হয়। এতে মো. সুমন মিয়া (২৪) নামের মহেশখালী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ঢাকার রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৩০ শে নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জসিম উদ্দিন। কনস্টেবল মো. সুমন মিয়া, নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর মহেশখালীর কালারমার ছড়ার আলোচিত আলা উদ্দিন হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করার খবর পেলে মহেশখালী থানা-পুলিশের ৬ সদসের একটি টিম মাইক্রোবাস করে রওনা দেন। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে পুলিশ সদস্য মো. সুমন মিয়ার অবস্থা অবনতি গুরুত্বর হলে দ্রুত ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাউজিউন) আজ তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় দাফনের ব্যবস্থা করা হবে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, একটি আলোচিত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হয়। এতে পুলিশ সদস্য সুমন মিয়া রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় মহেশখালী থানা পুলিশ একজন সাহসী কনস্টেবলকে হাঁরিয়ে শোকের ছায়া নেমে এসেছে মহেশখালী থানা পুলিশের মাঝে, তাঁহার অনাকাঙ্খিত মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত