প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২১, ১১:১২ এ.এম
নানা আয়োজনে পালিত হলো গুইমারা উপজেলা পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
কেক কাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। পরে আলোচনা সভায় উপজেলার সাফল্য কামনা করে ভবিষ্যতে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা, হিরন জয় ত্রিপুরা, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমীর জন্য ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য ২০১৫ সালের ৩০শে নভেম্বর গুইমারা উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত