রাঙ্গামাটির লংগদু উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল দশটার সময় লংগদু উপজেলা সদর ইফা কার্যলয়ে শিক্ষক শিক্ষীকাদের নিয়ে উক্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ইফার উপ-পরিচালক জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। এবংবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গগামাটি ইফার মাষ্টার ট্রেইনার জনাব মুহাম্মদ বখতেয়ার হোসেন।অনুষ্টানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব মুহাম্মদ নুর কাদেরি।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার, সাঃ কেয়ারটেকার ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামিক ফাউন্ডেশন কমল মতি শিশুদের জ্ঞান পরিপূর্ণতার লক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের সর্বদা ছোট ছোট শিশুদের লেখা পড়ায় পরিপূর্ণতা এবং এদের যথেষ্ঠ সময় দিতে হবে। কোন অবস্থায় শিক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে ফাকি দেওয়া যাবেনা। তাছাড়াও প্রত্যেকটি শিক্ষ এবং শিক্ষীকাকে কোরআন কে সহীহ শুদ্ধ ভাবে তেলোয়াত করা জানতে হবে এবং শিশুদের সঠিক ভাবে তা শিখাতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত