গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসসমূহ বাৎসরিক সরেজমিন পরিদর্শনের আওতায় খাগড়াছড়িতে জেলা তথ্য অফিস পরিদর্শন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ এবং অতিরিক্ত দায়িত্ব প্রচার ও সমন্বয়) জনাব মোঃ তৈয়ব আলী মহোদয়।
আজ শুক্রবার (২৬ নভেম্বর ২০২১) খাগড়াছড়ি জেলা তথ্য অফিস পরিদর্শনকালে অফিসে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার জনাব বাপ্পী চক্রবর্তী ও কর্মচারীবৃন্দ । এ সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে এক সভা ও মতবিনিময় করেন। গণযোগাযোগ অধিদপ্তরের ভিশন ও মিশন বিষয়ে এবং শুদ্ধাচার বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
পরিদর্শন টিমে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সহকারী জনাব মোঃ রাকিবুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোহাম্মদ সাঈদুর রহমান। পরিদর্শনকালে ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব ও প্রকল্প বাজেটের আওতায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের মাধ্যমে পরিচালিত প্রচার কার্যক্রম, সিনেমা ও পিএ স্টোর ভেরিফিকেশন এবং অডিট সংক্রান্ত বিষয়াদি মনিটরিং করেন। অফিসের যাবতীয় বিল-ভাউচার, রেজিস্টার দেখেন এবং অফিসের সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা প্রদান করেন।
জেলা তথ্য অফিস খাগড়াছড়ি কর্তৃক পরিচালিত খাগড়াছড়ি মুক্ত মঞ্চে স্থাপিত এলইডি ডিসপ্লে বোর্ড, খাগড়াছড়ি শহরে ও সাজেক এলাকায় স্থাপিত স্থায়ী ফ্রেম মনিটরিং এবং দেশের উন্নয়নে জেলা ব্র্যান্ডিং বিষয়ক দর্শনীয় কিছু স্থান পরিদর্শন করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত