মহালছড়িতে জাতীয়তাবাদী দল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ডিজেল, কেরোসিন, পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বা প্রচারপত্র বিতরণের কর্মসূচী পালন করে।
আজ ২৩ নভেম্বর ২০২১ রোজ মঙ্গলবার বেলা ১১.৩০টায় মহালছড়ি বাজার এলাকায় লিফলেট বা প্রচারপত্র বিলি করা হয়।
এসময়ে প্রচারপত্র বিলি করার বিশেষ মুহূর্তে বিএনপি নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। বাস ভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে উপজেলা বিএনপির নেতারা আরও বলেন, তাদের দাবি অনতিবিলম্বে ডিজেল, কেরোসিন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি উপস্থাপন করেন। বক্তাগণ এও বলেন এই সরকার জনগণের নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধ নাই।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জয়দার, সাংগঠনিক সস্পাদক রাজু আহম্মদ। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ শরীফ ও সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা জাতীয়তাবাদী সেচ্চাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম ও সদস্য সচিব মোঃ ফাইজুল ইসলাম ও মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্যান্য ইউনিয়নের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ ও জনসাধারণ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত