৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান ও কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি উচিংথোয়াই চৌধুরী বাবলু আজ(সোমবার) সাড়ে ৪ টায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, ১১৯ নং ভাইজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, হেডম্যান বাবলু দীর্ঘদিন যাবত লিভার, শ্বাসকষ্ট সহ নানা জটিল রোগে ভুগছিলেন। আজ( সোমবার) রাইখালীস্থ বাসায় তিনি গুরুতর অসুস্থবোধ করলে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসলে সেখানেই বিকেল সাড়ে ৪ টায় তিনি মৃত্যু বরণ করেন।
হেডম্যান বাবলুর ছোট ভাই কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াই সা প্রু চৌধুরী রুভেল জানান, পরিবারের সদস্য এবং মৌজার হেডম্যান, কার্বারি ও মৌজাবাসীদের সাথে পরামর্শ করে তাঁর সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে দেখতে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন সহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিবর্গ।
প্রসঙ্গতঃ তাঁর প্রয়াত পিতা অনন্ত চৌধুরী রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি রাইখালী মৌজার হেডম্যান এর দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন হেডম্যান বাবলু।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত