রাজশাহীর দূর্গাপুরে দুই প্রভাবশালীর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার শেখপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের লীজকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে কলাগাছ লাগিয়েছে তেবিলা শেখপাড়া গ্রামের প্রভাবশালী মহসিন আলী ও মোজাম্মেল হক। উপজেলার ৩নং পানানগর ইউনিয়নের রঘুনাথ পুর শেখ পাড়া গ্রামের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের জমি দখল করে নিয়ে কলা গাছ লাগিয়েছেন মহসিন আলী ও মোজাম্মেল হক। যদিও ২০১৬ সাল থেকে বাংলা ২৩ সাল পর্যন্ত দূর্গাপুর উপজেলা ভূমি অফিস থেকে বিদ্যালয়ের মাঠের জন্য জায়গাটি লিজ নেয় এলাকাবাসী। এরপর উপজেলা ভূমি অফিস থেকে স্কুলের জন্য বরাদ্দ দেওয়া হলেও ভুমি অফিসের চেক জালিয়াতি করে, জোর করে দখল করে কলা গাছ লাগানো ছাড়াও প্লট আকারে তৈরি করে তা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে দিচ্ছেন দুই আওয়ামী লীগ নেতা মোজাম্মেল ও মহসিন। এ বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটি সত্য নয়। একটি মহল আমার বিষয়ে মিথ্যা অভিযোগ তুলেছে। আমি কোন স্কুলের জমি দখল করে গাছ লাগাইনি। আপনারা এলাকায় এসে খোঁজ নিয়ে দেখেন বিষয়টা সত্য কিনা। এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সার্ভেয়ার পাঠানো হয়েছিলো, প্রতিবেদন পেলে সত্যতা যাচাই পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত