২১ নভেম্বর ২০২১ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয় ।
এসময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্য পুলিশ সুপার মহোদয় বলেন, যে বাহিনী যত চৌকস তার প্যারেড দিয়েই সেই বাহিনী তার পরিচয় বহন করে। মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশ সদস্যদের প্রদর্শনী। নিয়মিত প্যারেড অনুশীলন পূর্বক প্যারেডের মান অধিকতর ভাল করার নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ পুলিশ বাহিনীর অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ জনাব ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের একটি চাওয়া বাংলাদেশ পুলিশ সদস্যরা আধুনিক, চৌকস, দক্ষ, পেশাদারীত্বের সাথে জনগনের সেবা দিবে। চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর সকল স্বাস্থ্যবিধি মেনে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যাথাযথ পালন করার আহ্বান জানান পুলিশ সুপার মহোদয়।
মাস্টার প্যারেডে চৌকস পুলিশ সদস্যদের পুলিশ সুপার মহোদয় পুরষ্কার প্রদান করেন ।
প্যারেড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলার পুলিশ সদস্যরা ছয়টি কন্টিনজেন্টে বিভক্ত হয়ে মাস্টার প্যারেডে অংশগ্রহন করে। পুলিশ সুপার মহোদয় প্যারেড মাঠে পৌঁছালে সশস্ত্র সালাম, নিজেদের টার্নআউট, প্যারেড কুচকাওয়াজ প্রভৃতি প্রদর্শন করে পুলিশ সদস্যরা। প্যারেড কমান্ডারের নেতৃত্বে পুলিশ সদস্যরা পায়ে পায়ে তাল মিলিয়ে সামনে এগিয়ে গিয়ে পুলিশ সুপার মহোদয়কে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।
পরে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের অস্ত্রাগার ও যানবাহন পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত