মহালছড়িতে শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের ত্রিভূবণ লীলাকীর্তনের ধর্মকথার বিশেষ মাহাত্ম্য নিয়ে ষোড়শ প্রহর ব্যাপি ৪৬তম রাস মহোৎসব উদযাপিত হচ্ছে।
উক্ত রাস মহোৎসব যুগে যুগে ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ চলবে। উৎসবে রাধাকৃষ্ণ ও পঞ্চতত্ব পূজা করা হয়।
মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসেছে ভ্রাম্মমান দোকানীরা।
মহালছড়ি দক্ষিণা কালী মন্দিরে ৪৬তম রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক সাগর চৌধুরী।
মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরে ১লা অগ্রহায়ণ ১৮নভেম্বর বৃহষ্পতিবার রাত ১০.০০ঘটিকায় অধিবাস শুভ কার্যারম্ভের মধ্যে দিয়ে থেকে শুরু হয়ে উৎসব আগামী ২১ নভেম্বর রোজ রবিবার ভোরে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে শেষ হবে।
উল্লেখ্যে যে, পঞ্চদশ শতকের গোড়ায় বৃন্দাবনে রাসলীলার প্রবর্তন করেছিলেন স্বামী শ্রী দেবাচার্য। রাসলীলায় রাধাকৃষ্ণ পূজিত হন শ্রী রাধা রাসবিহারী রূপে। ভগবান শ্রী বিষ্ণুর ৯ম অবতারের ধর্ম মহাত্ম্য নিয়ে অসংখ্য প্রতিমার পুজো অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিবছর রাস মহোৎসব। রাধাকৃষ্ণের বিগ্রহপূজা হয়। এক এক বিগ্রহ এক এক নামে পূজিত হয়ে থাকে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত