গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা হরিণহাটি এলাকায় বেপরোয়া তাকওয়া পরিবহণ অটো রিক্সাকে চাপা দিলে রিক্সা চালক রহিজ উদ্দিন (৫৫) ঘটনাস্থলেই নিহত হন।
রিক্সা আরোহী সাবিনা ইয়াসমিন (২৯) গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানান , মহাসড়কে যাত্রীবাহী তাকওয়া পরিবহনের পাশাপাশি দুটি গাড়ি বেপরোয়া ভাবে চালাচ্ছিল ,এমন সময় অটো রিক্সাকে চাপা দিলে দূর্ঘটনায় চালক ও আরোহী ছিটকে পড়ে যায়।
মুমুর্ষ অবস্থায় তাদের সফিপুর মর্ডাণ হাসপাতালে পাঠালে জরুরী বিভাগের ডাক্তার রিক্সা চালক রহিজ উদ্দিন (৫৫)কে মৃত ঘোষনা করেন এবং। রিক্সা আরোহী সাবিনা ইয়াসমিন কে ( ২৯) মুমুর্ষ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। আহত ব্যক্তি সাবিনা ইয়াসমিন (ওয়েলফেয়ার অফিসার ) রিক্সাযোগে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ইউনিট – ২ , কর্র্মস্থলে যাচ্ছিলেন।
নিহত ব্যক্তি হলেন , লালমনির হাট জেলার হাতিবান্ধা থানার সিংগিবাড়ি গ্রামের মৃত রহিম মিয়ার পুত্র রহিজ মিয়া (৫৫)।
সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত