পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থীতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের,গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮ই নবেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দন ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্থানীয় জনসাধারনের মাঝে বিনামূল্য চিকিৎসা প্রদান ও ৫০০শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) খাগড়াছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস বাসন্তী চাকমা। উপস্থিত ছিলেন বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুলর রহমান, এডাব্লিউসি, এএফডাব্লিউসি পিএসসি , জি, রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন,খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালক মোঃ জামাল উদীন ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত