খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পলাশপুর জোন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যােগে এবং গুইমারা রিজিয়নের সার্বিক সহায়তায় স্থানীয় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে জোন সদরে দুস্থ, অসহায় ও দরিদ্র ৬০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল, লুঙ্গি, স্যান্ডেল, বিস্কুট ও ব্রেড'সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন। এসময় তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সুবেদার মেজর মো: গোলাম মোহাম্মদ, প্রধান সহকারী মো: জাহিদুল ইসলাম'সহ পদস্থ কর্মকর্তাগণ ও জোয়ানরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত