কুড়িগ্রামের রাজারহাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী তালিকা সম্বলিত রেজুলেশন প্রস্তুত করে তা যথাসময়ে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ লক্ষে সাত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।সাতটি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কে হবেন নৌকার মাঝি।
অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনটিতে দলীয় একক প্রার্থী হলেও চারটিতে একাধিক প্রার্থীর নাম প্রস্তাব গৃহীত হয়েছে তৃনমুল আওয়ামী লীগের সমর্থনে।
আগামী ২৩ শে ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচন উপলক্ষে ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভায় সাত ইউনিয়নে দলীয় প্রার্থী মোট ষোলজনার নাম প্রস্তাব গৃহীত হয়েছে।
তারা হলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক চেয়েছেন তিনজন তারা হলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার,যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক ও আইন বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন। নাজিম খান ইউপিতে ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আবেদুর রহমান রানা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মালেক পাটোয়ারী এবং বিদ্যানন্দ ইউনিয়নে দলীয় একক প্রার্থী মোঃ তাইজুল ইসলাম মনোনীত হন। রাজারহাট সদর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি লতিফ মোল্লা, ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাজেদুর রহমান বুলন ও উপজেলা আওয়ামী লীগ সদস্য রহিম বাদশা। চাকির পশা ইউনিয়নে বর্ধিত সভায় একক প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস ছালাম।ছিনাই ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ:অধ্যাপক সাদেকুল হক নুরু। উমরমজিদ ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগ কোষাধ্যক্ষ, আনোয়ারুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মিয়া ও সহ-সভাপতি রিয়াজুল হকের নাম প্রস্তাব গৃহীত হয়েছে বর্ধিত সভায়।বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চাষী আব্দুল করিম যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ সহসাংগঠনিক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু ,উপদপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনি, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর মন্ডল চাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব খন্দকার বিপ্লব, যুব ও ক্রিড়া সম্পাদক জাহানুর আলম সোহেল, মহিলা সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপি ও সাত ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত