ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু সাইদ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর মোহাম্মদ জাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, পরিষদ সদস্য আব্দুল জব্বার, সহ পরিষদের হস্তান্তরিত বিভাগীয় প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা।
আগামী ২রা ডিসেম্বর কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
কর্মসূচীতে জাতির পিতা বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা, আলোচনা সভা, মাস্ক বিতরণ, রোড শো, ব্যানার-ফেস্টুন-ডিজিটাল ডিসপ্লে, চুক্তি পরবর্তীতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নানা উন্নয়ন বিষয়ক প্রচার-প্রচারণা, স্ব স্ব প্রতিষ্ঠানে আলোকসজ্জা ও ফানুস ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)র সাথে পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ১৯৯৮ সালের ১০ ফ্রেরুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর হাতে গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বে অস্ত্র সমর্পনের মধ্য দিয়ে জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।
রিপন সরকার খাগড়াছড়ি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত