রাজশাহীর দূর্গাপুরে এক বৃদ্ধার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিলো দুর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ওই বৃদ্ধার হারিয়ে যাওয়া টাকার ব্যাগ তার হাতে তুলে দেন দূর্গাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক বিনয় কুমার। পুলিশের এমন মহৎ কাজ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ। ওই বৃদ্ধার নাম মোসলেম উদ্দিন (৭০) তিনি দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা।
বৃদ্ধ মোসলেম উদ্দিন বলেন, আমি টাকার ব্যাগ নিয়ে জামাই এর বাড়ি থেকে অটো গাড়িতে চড়ে বাড়িতে আসছিলাম। ব্যাগের মধ্যে দশ হাজার টাকা ও আমার খাওয়ার ঔষধ ছিল। আমি যখন গাড়ি থেকে নামি আমার টাকার ব্যাগ আমি আর খুঁজে পায়না। পরে শুনতে পাই পুলিশ হারিয়ে যাওয়া টাকার ব্যাগ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এরপর আমি থানায় গেলে পুলিশের এসআই আমাকে ব্যাগে থাকা দশ হাজার টাকা ও ঔষধের ঔষধ পত্র বুঝিয়ে দেয়। আমি পুলিশের কাছে খুব কৃতজ্ঞ যে পুলিশ আমার হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিয়েছে।
এ বিষয়ে এসআই বিনয় কুমার জানান, সাব্বির ইসলাম নামের এক শিক্ষার্থী আমাকে থানায় এসে জানায় রাস্তার মধ্যে একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছে সে। কিন্তু এক ব্যক্তি তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতেচায় পরে আমি তার সাথে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে ওই বৃদ্ধকে ফিরিয়ে দিই।
বিষয়টি নিশ্চিত করে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাসমত আলী জানান, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণ জনগণের বিপদের সময় পাশে দাড়াতে আমরা বদ্ধ পরিকর।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত