২য় ধাপে ইউপি নির্বাচনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর নৌকা প্রতিককে ফেল করানোর অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যকালে প্রার্থী নুর মোহাম্মদ দাবী করেন ১ নং নোয়াপাড়া স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতিক ১৬৬৯ ও আনারস প্রতিকে মাত্র ৬৬ ভোট পায়, এই বিশাল ব্যবধানের ফলাফল বারবার পরিবর্তন করে জেলা নির্বাচন অফিসার, রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপরিকল্পিত নৌকা প্রতিককে পরাজিত করে। তিনি দাবী করেন নৌকা প্রতিকে পেয়েছে ৫০৬৬ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রতিক আনারাস পেয়েছে ৫০৩১ ভোট। সেই হিসাবে ৩৫ ভোটে বিজয় হলেও ৫৬ ভোটে কারচুপি করে ২১ ভোটে আনারসকে বিজয় করেছে যা কখনো মেনে নেওয়া যায় না।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ন মোরশেদ খান, সাধারণ সম্পাদক শুভাষ চাকমা ও ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত