ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা রোধে কয়েক দিন ধরে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ৮জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সহিংসতা রোধে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে বেত ও টিনের তৈরি ঢাল, সড়কি, কাতরা, টেটা, কালি, চাপাতি, রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, বাঁশ ও কাঠের লাঠিসহ ৫ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনী সহিংসতাসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত