প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২১, ১:৪৬ পি.এম
আইন-শৃংখলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা রিটার্নিং অফিসার।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা নির্বাচনী অফিসার মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নির্বাচনে সর্বস্তরের প্রশাসন মাঠে থাকবে। কেউ যদি আইন-শৃংখলা ভঙ্গের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত