মাগুরায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।তিনি প্রকৃত সমবায় ফিলোসোফী দর্শন বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন "আলোচকরা সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেও আমরা তাদের মুল্যবান পরামর্শ গ্রহন করিনা এজন্য বঙ্গবন্ধুর দর্শন ও সমবায়ের প্রকৃত উন্নয়ন করতে পারিনা" । তিনি সমবায়ীদের সকল সমস্যার সমাধান ও প্রকৃত সমবায়ী চাষীদের ভাগ বন্টনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া অন্যান্য অতিথি হিসাবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম , জেলা সমবায় অফিসার ফরিদুল ইসলাম , মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি রেজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ সেবা সম্পাদক রানা আমির ওসমান রানা, মাগুরা ছিন্নমুল মৎসজীবীলীগের সভাপতি ইবনে হাসান মিথুল,প্রচেষ্টা সমিতি ও মধু প্লান্টের পরিচালক মোকলেছুর রহমান,শেখ মেহেদী হাসান প্রমুখ।বক্তারা সমবায় দিবস ও সমবায়ীদের বিভিন্ন দিক আলোচনা করেন।এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন ও গীতা পাঠের মাধ্যেমে অনুষ্ঠান শুরু করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত