রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার ওয়াপদা কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের বই, খাতা-কলম দিয়ে পাশে দাড়িয়েছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
শনিবার (৬ নভেম্বর) সন্ধায় রাঙামাটি জেলার ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের অফিসে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য দীপংকর দে’র সহযোগিতায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: ইলিয়াসসহ কিছু শিক্ষার্থীদের পাশে একাদশ ও দ্বাদশ শ্রেণির বই, খাতা-কলম দিয়ে সামার্থ্যনুযায়ী সহযোগিতা করা হয়েছে।
দীপংকর দে জানান, তবলছড়ি এলাকার ওয়াপদা কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অনেক শিক্ষার্থীর বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কলেজ ছাত্রলীগের পক্ষথেকে সামার্থ্যনুযায়ী তাদের পাশে দাড়িয়েছি। পর্যায়ক্রমে অন্যান্য সকল শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে।
প্রসঙ্গত: রাঙামাটি শহরে আকস্মিক আগুনে আটটি বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়ে নিঃস্ব হয়ে গেছে অন্তত ১০টি পরিবার। শহরের তবলছড়িস্থ ওয়াপদা কলোনী এলাকায় শুক্রবার (৫ই নভেম্বর) সকাল ১০টার সময় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত