রাঙামাটিতে এক চিকিৎসকের বিরুদ্ধে অবৈধভাবে ভাড়া দোকান থেকে উচ্ছেদ ও মালামাল লুটের অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ীর স্ত্রী।
শনিবার রাঙামাটি শহরের একটি বেসরকারী সংস্থার হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ তুলেন তাসলীমা আক্তার নামে এক প্রবাসী ব্যবসায়ীর স্ত্রী।
তিনি অভিযোগ করেন দোকান নির্মানের ক্ষতি পূরণ পাওয়ার জন্য আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত বৃহষ্পতিবার (০৪-১১-২১ইং) রাতের আধারে ডাঃ অভিক সন্ত্রাসী কায়দায় দোকান ভেঙ্গে দিয়ে মালামাল লুট করে নিয়েছেন। এ নিয়ে শুক্রবার বিকেলে রাঙামাটি কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছেন তাসলীমা আক্তার।
সাংবাদিক সম্মেলনে তাসলীমা আক্তার বলেন, তার স্বামী নুর হোসেন ডাঃ অভিকের পিতা অমলেশ চাকমার মালিকানাধীন শহরের কলেজ গেই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি প্রধান সড়কের পার্শ্বে একটি জায়গা ভাড়া নিয়ে ২০১৪ সালে আট লক্ষ টাকা খরচ করে একটি দোকান ঘর তৈরী করে রেষ্টুরেন্ট ব্যবসা শুরু করেন। পরে তিনি ২০২০ সালে বিদেশে চলে যান। এদিকে তার স্বামী বিদেশে চলে যাওয়ার পর ডাঃ অভিক চাকমা দোকান ছেড়ে দেয়ার জন্য উকিল নোটিশ পাঠান এবং দোকান ছেড়ে যেতে তাকে বেশ কয়েকবার হুমকি দেন। নোটিশ পাওয়ার পর তাসলীমা আক্তার ক্ষতিপূরন দাবি করে রাঙামাটির আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় ডাঃ অভিক বৃহষ্পতিবার দোকান ঘর ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যান। এতে তাদের সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কলেজ গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু জানান, একটি দোকান নিয়ে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ ছিলো আমি জানি। তারা কেউ সমিতির কাছে লিখিত অভিযোগ নিয়ে আসেননি। আদলতে এ নিয়ে একটি মামলা চলছে। এ অবস্থায় গত বৃহষ্পতিবার রাতে (০৪-১১-২১) দোকানের মালিক পক্ষ দোকানটি ভেঙ্গে নিয়ে গেছে বলে জেনেছি।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটি দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটের অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত